
নিজস্ব প্রতিবেদনঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চানন অনুরাগী মঞ্চের উদ্যোগে ৫ এপ্রিল, ২০২৩ বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা ভবনের ১০৯ নম্বর কক্ষে আয়োজিত হয়েছে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানের শুভসূচনা করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওমপ্রকাশ মিশ্র । মঞ্চের সভাপতি অধ্যাপক নিখিলেশ রায় ও সম্পাদক ড. পরিমল চন্দ্র রায়ের মুখে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কিত মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে রক্তদান নামক মহৎ অনুষ্ঠান শুরু হয়।
- গতবছর পঞ্চানন অনুরাগী মঞ্চ আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা ৬৩ জন হওয়ায় এবছর সম্ভাব্য সংখ্যা ৫০ জনকে লক্ষ্য হিসেবে রাখা হয়। কিন্তু এবছর গতবছরের তুলনায় দ্বিগুণ সাড়া মিলেছে। স্বতঃস্ফূর্ত রক্তদাতার সংখ্যা ছিল ৯৫ জন।