
নিজস্ব প্রতিবেদন ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আলিপুরদুয়ার জেলার সমস্ত সাংবাদিকদের টিকাকরন শিবির আয়োজন করেন বৃহস্পতিবার। এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং টিকা নেন। আলিপুরদুয়ারের জেলাশাসক নিজে সেখানে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের টিকা গ্রহন করান। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, সাংবাদিকেরা করোনার সময়ে সামনের সারিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার পর থেকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি সাংবাদিক অর্থাৎ কোভিড যোদ্ধাদের কোভিড ১৯ টিকাকরনের ব্যবস্থা করেছি।
