করোনার দুর্যোগে করিমূল হকের সেবা অব্যাহত

নিজস্ব প্রতিবেদনঃ বাইক এম্বুলেন্স দাদা হিসাবে তিনি বিখ্যাত। ব্যতিক্রমী মানবিক কাজ করার জন্য তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পেয়েছেন। তাঁর ওপর মুম্বাইয়ের এক চলচ্চিত্র পরিচালক সিনেমাও তৈরি করছেন। গোটা দেশেই তিনি একটি পরিচিত নাম, একটি দৃষ্টান্ত। তবুও এতটুকুও অহঙ্কার জন্মায়নি তাঁর মনে।মানুষের সেবা করাটাই তাঁর কাছে জীবনের পরম ব্রত।তাই বহু সম্মান পেয়েও থেমে যেতে রাজি নন পদ্মশ্রী করিমূল হক। এই করোনা বিপর্যয়ের সময় ডুয়ার্সের গ্রাম থেকে গ্রামান্তরে একাই স্যানিটাইজেশন নেমে পড়েছেন পদ্মশ্রী করিমূল হক। শুধু নিজে হাতে স্যানিটাইজেশন নয়, অসহায় মুমুর্ষ মানুষের জন্য অক্সিজেন সংগ্রহ করা, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়াতেও করিমূলদাদা সকলের কাছে এই দুর্যোগে শুধুই দাদা, বড় শ্রদ্ধা ও ভালোবাসার দাদা।