
নিজস্ব প্রতিবেদন ঃ টোটো অ্যাম্বুলেন্স এর পর ফের পুরোদস্তুর অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল গ্রীন জলপাইগুড়ি। বৃহস্পতিবার জলপাইগুড়ি রাজবাড়ি মনসা মন্দিরের সামনে থেকে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। কোভিড পরিস্থিতিতে মানুষের অক্সিজেন সংকট সহ অন্যান্য সমস্যা দূরীকরণে আগেই টোটো অ্যাম্বুলেন্স চালু করা হয়েছিল গ্রীন জলপাইগুড়ির পক্ষ থেকে। এদিন অক্সিজেন সহ পুরো দস্তুর অ্যাম্বুলেন্স চালু করা হলো বলে জানালেন গ্রীন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অংকুর দাস। অংকুরবাবু বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন সময়ে মানুষের অক্সিজেন সহ অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। জরুরী কাজে অনেক সময় অ্যাম্বুলেন্স তারা পাচ্ছেন না। তাই তারা গ্রীন জলপাইগুড়ির ফেসবুক বন্ধুদের অর্থানুকূল্যে এই পরিষেবা এদিন শুরু করলেন বলে জানান তিনি। এই কাজে বিশেষভাবে সহায়তা করতে এগিয়ে এসেছেন জলপাইগুড়ি জেলা স্কুলের সহ শিক্ষক তথা শিক্ষারত্ন কৌশিক শিকদার। বর্তমান পরিস্থিতিতে গ্রীন জলপাইগুড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। আগামীদিনে গ্রীন জলপাইগুড়ির বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকবেন বলে জানান কৌশিকবাবু।
