
নিজস্ব প্রতিবেদন ঃ মা সুস্মিতা পালের ইচ্ছা পূরণ করতে ছোট্ট সাত বছরের মেয়ে রাই পাল নিজের চুল ক্যান্সার আক্রান্তদের জন্য দান করলো।ছোটবেলা থেকে সে শুনে আসছিলো মা ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য চুল দান করবে।কিন্তু তার মায়ের চুল ঠিকমতো না হওয়ায় তার মা আর চুল দান করতে পারেনি।

তাই মায়ের ইচ্ছা পূরণ করতে সাত বছরের শিশু কন্যা রাই পাল নিজের ১৪ ইঞ্চি চুল ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য তুলে দিলো।
মাত্র দ্বিতীয় শ্রেনীতে পড়ে এই শিশু কিন্তু এখন থেকেই ওর মধ্যে অন্যের দুঃখে ব্যথিত হওয়ার এই মানসিকতা অনেক মহলে এখন চর্চার বিষয়। ক্যান্সার আক্রান্তকে
চুল দিতে পেয়ে ভীষণ খুশি রাই ।
রাই ও তার মা আগামী দিনেও আবারও ক্যান্সার আক্রান্ত মানুষদের হাতে চুল তুলে দেওয়ার কর্মসূচি নেবে।
চুল কাটার পরে এদিন রাই তার চুল স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনে সদস্যদের হাতে তুলে দেয়। আস্থা ফাউন্ডেশন থেকে রাই পালের ১৪ ইঞ্চি চুল
মুম্বাই ক্যান্সার ফাউন্ডেশন এর কাছে পাঠানো হচ্ছে। রাইপালের
মা সুস্মিতা পাল,বাবা বিজয় পাল।ওদের বাড়ি কোচবিহারের
মহিষ বাগানে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—