রোগী সাধারণকে সচেতন করতে কবিতাও লিখছেন এই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন ঃ  সকাল বিকাল রাত,তিনি রোগী দেখতে ব্যস্ত থাকেন।রোগী দেখার চরম ব্যস্ততার মধ্যেও তিনি একের পরনএক কবিতা লিখে চলেছেন।পরিবেশ দূষণ থেকে রোগীর অবস্থা নিয়েও তিনি কবিতা লিখেছেন। আসলে শৈশব থেকেই তিনি কবিতা লিখতে ভালোবাসেন। এখনো সেই ভালবাসা ছাড়তে পারেননি। মাথায় কোনো চিন্তা এলে একটু অবসরেই লিখে ফেলেন কবিতা।রোগী সাধারণকে সচেতন করতে তাঁর কবিতা বেশ দাগও কাটছে বিভিন্ন মহলে।কখনো বাংলায়,কখনো ইংরেজিতে তিনি কবিতা লেখেন।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল এখন কবি হিসাবেও পরিচিত হয়ে উঠছেন বিভিন্ন মহলে।বিভিন্ন পত্র পত্রিকায় তার স্বরচিত কবিতা প্রকাশিত হয়েছে। খবরের ঘন্টার দর্শকদের সামনেও একটি স্বরচিত কবিতা মেলে ধরলেন ডাঃ শীর্ষেন্দু পাল। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতিও এই চিকিৎসক।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —