বীরপাড়াতে প্রশাসনের সহযোগিতায় নিরাশ্রয়দের টিকা

নিজস্ব প্রতিবেদন ঃ যাদের রাস্তাঘাটে কেউ দেখার নেই, অসহায় অবস্থায় যারা রাস্তায় পড়ে থাকেন তাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন এক মহান কর্তব্য পালন করে চলেছেন বীরপাড়া এথেলবাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবী সাজু তাকুকদার।তাঁর উদ্যোগে তৈরি হেভেন শেল্টার হোমে বহু নিরাশ্রয় আশ্রয় নিয়েছেন। বহু সংবেদনশীল মানুষের সহযোগিতা নিয়ে সাজুবাবু হেভেনের আবাসিকেদের দুবেলা অন্নদানের মতো মহৎ কাজ করে চলেছেন। এবার সাজুবাবুর উদ্যোগেই মঙ্গলবার হেভেনের আবাসিকরা করোনার টিকা পেলেন।মাদারিহাট ব্লক প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ডিমডিমার হেভেন শেল্টার হোমে আবাসিকদের করোনার টিকা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজুবাবু ছাড়াও বিডিও শ্যারন তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা, পূর্ত কর্মাধ্যক্ষা রশিদুল আলম প্রমুখ।