করোনা টিকাকরনে ব্যাপক সহায়তা স্কুল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদন ঃ এই অতিমারীর সময় সমাজের চারশ’ প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী মানুষের টিকাকরণের ব্যবস্থা করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্হাপন করেছেন শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সক্রিয় সদস্য তথা আর্মি পাব্লিক স্কুলের শিক্ষিকা অর্পিতা সিংহ রায় । সম্পূর্ণ সরকারী নির্দেশিকা অনুসরণ করে নিজের মোবাইল ও ল্যাপটপে কোউইনে নাম নথিভুক্ত করে এবং টিকাকরণের স্লট বুক করে এই অসহায় এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা মানুষগুলিকে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর এই কর্মোদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। এই দুর্যোগের সময় তাঁর অবদান সত্যিই উল্লেখ করার মতো