
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একদল পরিবেশপ্রেমী যুবক গত কিছু দিন ধরে দুয়ারে চারা কর্মসূচি সম্পূর্ণ করলেন। বাড়ি বাড়ি তাঁরা খাঁচা সমেত পৌঁছে দিয়েছেন জাম,কৃষ্ণ চূড়া, লটকা,মেহগনি, বকুল, আতর, গামারি সহ অন্যগাছ।ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন গত ৩০ জুন পর্যন্ত এভাবে এক হাজার চারা গাছ বিলির কর্মসূচি গ্রহণ করে । সবটাই বিনামূল্যে। সংস্থার সম্পাদক নন্দু কুমার রায় বলেন, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তাই গাছ ছাড়া উপায় নেই।
তবে শুধু গাছ নয়, বন্যপ্রানীর সঙ্গেও নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন নন্দু কুমার রায়। বিভিন্ন বন্যপ্রাণী এবং কীটপতঙ্গ পরিবেশের ভারসাম্য বা বাস্তুতন্ত্রের জন্য কতটা জরুরি তারও প্রচার করছেন তিনি। একটি প্রজাপতি থেকে পিঁপড়ে কিংবা টিকটিকি, সাপ ব্যাঙ পরিবেশের জন্য কত জরুরি তার প্রচার করছেন তিনি। এমনকি বন্যপ্রানী দপ্তর থেকেও মাঝেমধ্যে সাপ উদ্ধার করবার জন্যও ডাক পান তিনি ।বিগত কয়েকবছর ধরে তাঁর হাত দিয়ে গোটা উত্তরবঙ্গে ১৬টি কিং কোবরা উদ্ধার হয়েছে । তাঁর হাত দিয়ে উদ্ধার হয়েছে কয়েকশ অজগর সাপ।গোখরো সাপ উদ্ধার হয়েছে হাজারেরও বেশি।তবে সব সাপই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল। গ্রাম বস্তিতে প্রায়ই বিষাক্ত সাপ বেরিয়ে পড়ে।সেসব সাপ ঘিরে আতঙ্ক তৈরি হয়।অনেক সময় গ্রামে সাপের কামড়ে মানুষের
মৃত্যুও হয়। তাই গ্রামের মানুষও সাপ উদ্ধারের জন্য তাঁকে কল করেন।সকলকে সাপ না মারার পরামর্শ দেন নন্দুবাবু।
