
নিজস্ব প্রতিবেদন ঃ নেওটিয়া গেটওয়েল হেল্থ কেয়ার সেন্টারের সহযোগিতায় করোনা টিকাকরন শিবির আয়োজন করলো শিলিগুড়ির সি সি এন।সি সি এনের ডিরেক্টর সমরেন্দ্র ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার তাঁরা শিলিগুড়ি আশ্রমপাড়ার রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ ভবনে করোনা টিকাকরন শিবির আয়োজন করেন।বহু মানুষ সেখান থেকে এদিন করোনার টিকা গ্রহন করেন।করোনার এই দুর্যোগ পর্বে এর আগে সি সি এন সাধারণ গরিব মানুষের মধ্যে খাবার বিলি করে।
