অ্যাসিড পোকা দাপিয়ে বেড়াচ্ছে শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ একপ্রকার অ্যাসিড পোকা শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে।কেও বলছে এই পোকার নাম বিষাক্ত নাইরোবী ফ্লাই বা রোভ বিটল । শিলিগুড়ি শহরের বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ওই পোকার উৎপাতে।শরীরের যে স্থান এই পোকার সংস্পর্শে আসে সেই স্থান লাল হয়ে ফুলে উঠছে। এই পোকার দাপটে অসহ্য যন্ত্রণার পাশাপাশি অন্ধত্ব এমনকি কিডনিও নষ্ট হয়ে যেতে হতে পারে বলে চিকিৎসকদের অভিমত । মুখের উপর বেশি আক্রমণ চালায় এই পোকা । শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এক ছাত্রের চোখের চারপাশে এলার্জির মতো ফুলে অসহ্য যন্ত্রণা শুরু হয়। চিকিৎসক মলম দিলেও কাজ হয়না।তারপর চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি তবে চিকিৎসায় বর্তমানে অনেকটাই সুস্থ ছাত্রটি।
শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার মানুষকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডীন ডাঃ সন্দীপ সেনগুপ্ত নিজেও এই পোকার আক্রমণে আক্রান্ত। তিনি বলেছেন ইদানিং লাল রঙের এক ধরনের পোকা খুব দেখা যাচ্ছে। এই পোকার আক্রমণ যদি সেভাবে হয় তাহলে কিডনি বিকল হয়ে যেতে পারে। কাজেই খুব সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জুলজি প্রফেসর এবং পতঙ্গ বিশেষজ্ঞ অধ্যাপক ধীরাজ সাহা বলেন, এই পোকা কামড়ায় না। কোনোভাবে এই পোকার সংস্পর্শে মানুষের ত্বক আসলে এই পোকার ভেতরে অ্যাসিড জাতিয় বিষাক্ত পদার্থ থাকে সেটা ছড়িয়ে পড়ে।