
নিজস্ব প্রতিবেদন ঃ এবার শুরু হলো টক টু এসজেডিএ।শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুরু করেছিলেন টক টু মেয়র। তা সফল হওয়ার পর এবার টক টু এস জে ডি এ পরিষেবা চালু করলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ।মঙ্গলবার থেকে শুরু হয় এই পরিষেবা।।মঙ্গলবার হোয়াটস আপে বেশ কয়েকজন তাদের সমস্যার কথা লিখিতভাবে জানান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তিকে। সৌরভ চক্রবর্তি জানান,ইতিমধ্যে ১৪জন নাগরিক তাদের সমস্যার কথা জানিয়েছেন।বেশ কয়েকজনের সঙ্গে ফোনে কথাও হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত হোয়াটস অ্যাপে যারা মেসেজ করছেন তাদের মেসেজ খতিয়ে দেখার পর রবিবার যাদের সঙ্গে প্রয়োজন সেই সমস্ত নাগরিকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।।।
