পরিবেশ প্রকৃতি নিয়ে তিনটি ভাষায় প্রকাশিত বই

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শিব মন্দির নিবাসী ভাষা কর্মী সজল কুমার গুহের পরিবেশ নিয়ে প্রথম বই ভাবনায় প্রকৃতি প্রকাশিত হয়েছে গত ৩০ শে জুলাই ২০২৩ তারিখে। বিশিষ্টজনদের হাত ধরে বইটি প্রকাশিত হয়। ৮০ পৃষ্ঠার বইটি তিনটি ভাষায় লেখা আছে, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। এছাড়া রয়েছে পরিবেশ প্রকৃতি নিয়ে ৩৪ টি চিঠি।পরিবেশ প্রকৃতি নিয়ে বিভিন্ন সময় লেখা ছয়টি কবিতাও রয়েছে বইটিতে। যারা প্রকৃতিকে ভালোবাসে কাজ করে চলেছেন ধারাবাহিকভাবে, তাদের উদ্দেশ্যে বইটি সমর্পন করা হয়েছে। লেখক সজল কুমার গুহ বলেন,প্রকৃতির প্রতি আমাদের অজ্ঞানতা এবং তাচ্ছিল্ল আমাদের আরো কষ্ট বাড়িয়ে দিচ্ছে। আজ বিশ্ব উষ্ণায়নের জন্য ৯০ শতাংশই মনুষ্য সমাজ দায়ী। একের পর এক গাছ কাটা হচ্ছে অথচ বনসৃজন সেই অর্থে নেই বললেই চলে। বৃষ্টির জল সেইভাবে সংরক্ষণ হয় না, ঘরে বাইরে জলের অপচয় আমরা করে থাকি। সেই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল, বীরসা মুন্ডা কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র মৃধা, জাতীয় শিক্ষক তথা শিক্ষারত্ন প্রহ্লাদ বিশ্বাস, সুদূর আন্দামান নিবাসী অনাদি রঞ্জন বিশ্বাস, নখ চিত্র শিল্পী অজয় কুমার সরকার এবং আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার বেশ কিছু সদস্য।
পরিবেশ প্রকৃতি নিয়ে সেদিনের উপস্থিত বক্তারা মূল্যবান বক্তব্য মেলে ধরেন। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতির সমিতির কার্যাবলী নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। আগামী নভেম্বরে ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে সমিতির সপ্তম সম্মেলন। উল্লেখ্য গত কয়েক বছরে শিলিগুড়ি ও আশেপাশের সরকারি কুড়িটি সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে মনীষীদের জীবন দর্শনা নিয়ে আলোচনা হচ্ছে সমিতির উদ্যোগে। সজল কুমার গুহ বলেন, ঘরে ঘরে বাংলা ভাষার চর্চা আজ ভীষণ জরুরি। অন্য ভাষা শিখলে আপত্তি নেই কিন্তু নিজ মাতৃভাষায় অবশ্যই চর্চা করতে হবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-