
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মিলন পল্লীতে বাড়ি বিশেষভাবে সক্ষম আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় সুরভি ঘোষের।সম্প্রতি চিনের তাইপাইতে বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে তাতে পদক জিতে ভারতের সুনাম বৃদ্ধি করেছেন সুরভি।এর আগেও বিদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে তাতে যোগ দিয়ে সোনা,রুপো সহ বিভিন্ন পদক জিতেছেন সুরভি।ভারতবর্ষের সুনাম বারবার বৃদ্ধি করলেও প্রতিভাবান এই টেবিল টেনিস খেলোয়াড় কেন উপেক্ষিত থেকে যাচ্ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।সম্প্রতি চিনের তাইপাই থেকে পদক জিতে এলেও স্থানীয়ভাবে কোনো সংবর্ধনা পায়নি ব্যতিক্রমী এই প্রতিভা। কানে শুনতে পান না সুরভি,মাত্র সাত বছর বয়স থেকে তাঁর টেবিল টেনিস চর্চা শুরু। কলেজ থেকে স্নাতক উত্তীর্ন হয়েও এখনো টেবিল টেনিস ছাড়তে পারেননি সুরভি।প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতি ঘোষ সুরভিকে প্রথম খেলা শেখান,আজও সুরভি সহ অন্যান্য বিশেষভাবে সক্ষমদের পাশে রয়েছেন ভারতিদেবী।সুরভির আর্থিক পরিস্থিতি ভালো নয়,গতবছরই ওর বাবার মৃত্যু হয়েছে। ওর মা জয়া ঘোষ মঙ্গলবার বলেন,সুরভির এখন একটি চাকরি হলে ভালো হয়।শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ও টেবিল টেনিস খেলছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে।খেলার জন্যতো অনেকেই চাকরি পেয়ে থাকেন,তবে সুরভি কেন পাচ্ছে না? ও বিশেষ ভাবে সক্ষম বলেই উপেক্ষার শিকার হচ্ছে? সুরভির এখন আর্থিক সহযোগিতাও প্রয়োজন, স্পনসরশিপ না পেলে ওর পক্ষে আগামীদিনে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে উঠছে বলে জয়াদেবী জানিয়েছেন। দেশের সুনাম বৃদ্ধি করা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়রা কেন উদাসীনতার শিকার হবে? আন্তর্জাতিক টেবিল টেনিসে সাফল্য পেলেও সুরভি ভুলে যায়নি তাঁর শৈশবের শিক্ষক অসিত খাসনবিশ, শিক্ষিকা অঞ্জলি চক্রবর্তী, পাঞ্চালি চক্রবর্তীদের।মঙ্গলবার শিক্ষক দিবসের দিন সুরভি তাঁর পুরনো শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানাতে শিলিগুড়ি পৌঁছে যান।সবাই ওকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–
