কার্শিয়াঙে মহিলাদের স্বনির্ভর করতে সৃষ্টি

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ দেশ এগোবে যদি মহিলারা এগিয়ে যায়। একই সঙ্গে পাহাড়ও এগোবে যদি সেখানকার মহিলাদের উন্নতি হয়। আর অন্তত কার্শিয়াঙে মহিলাদের উন্নয়নের জন্য একনাগাড়ে কাজ করে চলেছে সৃষ্টি উইভার্স ডেভলপমেন্ট সোসাইটি। ৪৭ জনেরও বেশি মহিলা সেখানে কাজ করে চলেছেন।পাহাড়ি চড়াই উতরাই ভেঙে দিনরাত তারা পরিশ্রম করে চলেছেন। মূলত হ্যান্ডলুমের ওপর কাজ করছেন তারা। তৈরি করছেন তারা বিভিন্ন হাতের কাজ। গত ৩ অক্টোবর কার্শিয়াঙের নয়াবাজারের টাউন কম্যুনিটি হলে তাদের এক অনুষ্ঠান হয়।সেখানে হ্যান্ডলুম দপ্তরের অফিসারেরা ছাড়াও অন্য অনেক প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন। সৃষ্টির কোষাধ্যক্ষ সীতা শর্মা জানান,তাদের সেই অনুষ্ঠানে জি টি এর সহ সভাপতি অনিত থাপা উপস্থিত হয়ে আশ্বাস দিয়েছেন সেখানকার বাস টার্মিনাসে লাগোয়া বিল্ডিংয়ে একটি স্থায়ী স্টল দেওয়া হবে।সেই স্টলে সৃষ্টির তৈরি হস্ত শিল্পের পণ্য বিপণন হতে পারে। কার্শিয়াঙের বিধায়ক ডঃ রোহিত শর্মাও এই স্বনির্ভর সংস্থা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাহাড়সমতল সবাই মিলে যত বেশি করে এই সব হস্ত শিল্পের পণ্য কিনবেন ততই একদল মহিলার হাতের কাজকে উৎসাহ দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবেন।