দেশের জন্য শহিদ শিলিগুড়ির এক প্রাক্তন ছাত্র

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়ি হিন্দি বয়েজ হাইস্কুলের প্রাক্তন ছাত্র দীনেশ গিরি দেশের জন্য শহিদ হয়েছেন। ২০১৬ সালের জুন মাসে জম্মুকাশ্মীরে দেশের সীমান্ত রক্ষার কাজ করতে গিয়ে গোলাগুলির সময় তিনি শহিদ হন। তিনি সেখানে বি এস এফের মুখ্য আরক্ষক পদে কর্মরত ছিলেন। আগামী ২১ অক্টোবর তার জন্মদিন। কিন্তু সেসময় ছুটি থাকবে হিন্দি হাইস্কুল।তাই শনিবার শিলিগুড়ি হিন্দি বয়েজ হাইস্কুলে বি এস এফের তরফে শহিদ দীনেশ গিরির জন্মদিন পালন করা হল।উপস্থিত ছিলেন বি এস এফের অফিসারেরা।এন সি সির ছাত্ররাও উপস্থিত ছিলো।তাছাড়া স্কুলের অন্য ছাত্র এবং শিক্ষকশিক্ষিকারাও উপস্থিত ছিল। শহিদ দীনেশ গিরির স্ত্রী এবং সন্তানেরাও উপস্থিত ছিলো অনুষ্ঠানে। সেখানে দেশের জন্য শহিদ দীনেশ গিরির আত্মত্যাগ নিয়ে সবাই আলোচনা করেন। শিক্ষিকা বৈশাখী দাস জানিয়েছেন, নতুন ছাত্রছাত্রীদের মধ্যে তারা চান দেশ প্রেমের ভাব আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।