
নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ দুর্গা পুজা উপলক্ষ্যে পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করল জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে আয়োজিত হয় পুজোর বৈঠক। পুজো উদ্যোক্তারা ছাড়াও এদিনের বৈঠকে যোগ দেন পুরসভার প্রশাসকমন্ডলী, বিদ্যুৎ বন্টন কোম্পানি, দমকল বিভাগের কর্মীরা।

এদিন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল পুজো কমিটির সদস্যদের জানান, পুজোর প্যাণ্ডেল উন্মুক্ত রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পুজো কমিটিগুলোকে স্যানিটাইজার, মাস্ক রাখতে হবে। একসাথে দলবদ্ধভবে দাড়িয়ে অঞ্জলি দেওয়া যাবে না। মাইকে অঞ্জলী দেওয়া যেতে পারে। অঞ্জলি দেওয়ার সামগ্রী তথা ফুল বেলপাতা একাধিক জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্যান্ডেলে প্রবেশ ও বাইরের যাওয়ার পথ আলাদা রাখতে হবে। পুজোর উদ্বোধন ছোট করে করতে হবে। একসাথে খুব বেশি লোকের সমাগম যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রত্যেক পুজো কমিটিগুলোকে। দশমীতে সিদুর খেলা নিয়েও থাকছে নানান বিধি নিষেধ।
বিসর্জনের ক্ষেত্রে কোন শোভাযাত্রা করা যাবে না। সীমিত লোক নিয়ে করতে হবে। বিসর্জনের অনুমতি নিতে হবে। লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত বিসর্জনের সময় থাকছে। জলপাইগুড়ি শহরের চারটা ঘাটেই বিসর্জন করা হবে।
পুজো মণ্ডপগুলো দুবার স্যানিটাইজ করার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। মণ্ডপ ছাড়াও বৃষ্টি হলে যাতে দর্শনার্থীরা দাড়াতে পারে, তারজন্য আচ্ছাদন করতে হবে। পুজো মণ্ডপ চত্তরে খাবারের দোকান বা বিনোদনের কিছু রাখা যাবে না। তাতে করে ভিড় হবে নাহলে সমস্যা হতে পারে। মিউজিক্যাল অনুষ্ঠান করা যাবে না। ডিজে বাজানোর ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। এবার পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের গাইড করবে পুলিশ। প্রয়োজনে তাদের প্রশিক্ষন দেওয়া হবে।