
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি পুরসভা এবং প্রশাসনের সহযোগিতায় নতুন রূপ ফিরে পেলো খ্রিস্টীয় সমাজের কবরস্থান। বড়দিনের প্রাক্কালে খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষের নিয়ে ধর্মসভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি পুরসভার নয় নম্বর ওয়ার্ড টিকিয়াপাড়ার বেরিয়াল গ্রাউন্ড প্রাঙ্গণে। এদিনের ধর্মসভায় শহরের চারটে চার্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ড কমিটির যুগ্ম সম্পাদক বেঞ্জামিন দে জানান, তারা পুরসভা এবং জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ, রবিবার কবর স্থানে একটি ধার্মিক আলোচনার মধ্যে দিয়েই শুভ বড় দিনের উৎসবেরও সূচনা হলো ।
