অসহায় ছোট শিশুদের সঙ্গে জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যেগে শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী সঞ্জীব সাহার একমাত্র পুত্র অদ্রিয়ান সাহা তার ১১ তম জন্মদিন অসহায় পিছিয়ে পড়া ছোট শিশুদের সঙ্গে পালন করলো ।
প্রতিবছরই অবশ্য সঞ্জীববাবু তার এক মাত্র পুত্রের জন্মদিন অসহায় ছোট্ট শিশুদের সঙ্গে পালন করেন। এবার শিশুদের হাতে তিনি বই , খাতা , পেন্সিল, চকলেট ও ডিম ভাত তুলে দিলেন ।এন্ড স্মাইল সোসাইটির তরফে সমাজসেবী নবকুমার বসাক অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সঞ্জীববাবু ও তার পরিবারকে ।নবকুমারবাবু জানিয়েছেন,
যে কোনো অনুষ্ঠানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা তৈরি। তাদের অফিস রাজা রামমোহন রায় রোড ( দেব গীতা অপারমেন্ট ) সংহতি মোড় শিলিগুড়ি ,
যোগাযোগ নম্বর
7908846581