
নিজস্ব প্রতিবেদন ঃ করোনার জন্য বিগত দু-বছর শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌঁষ মেলা অনুষ্ঠিত হয়নি। এবার সূর্যসেন পার্কের পাশে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারে পৌষ মেলার ১৪ তম বর্ষে একাধিক চমক রয়েছে । সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের অন্যতম প্রধান সংগঠক জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন, এবারেও এই পৌষ মেলাতে রকমারি পিঠের সম্ভার থাকছে প্রতিটি স্টলেই৷ মেলা শুরু হবে চলতি মাসের ২৩ তারিখ থেকে। মেলা চলবে আগামী বছরের ২ জানুয়ারি পর্যন্ত । মেলায় আগত সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
