
নিজস্ব প্রতিবেদন ঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশন, বেঙ্গল সার্কেলের বার্ষিক সন্মেলন রবিবার অনুষ্ঠিত হয় শিলিগুড়ি সেভক রোডের একটি হোটেলে।সেখানে ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তা রুপম রায়,শুভজ্যোতি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক বৈঠকে তাদের বিভিন্ন বক্তব্য মেলে ধরেন।বিশেষ করে ব্যাঙ্ক বেসরকারিকরনের প্রচেষ্টার বিরুদ্ধে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে অন্য ধ্রুপদ সোস্যাল অর্গানাইজেশন থেকে সঙ্গীত পরিবেশন করা হয় শিল্পী সোমা সান্যাল চক্রবর্তীর তত্বাবধানে। অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিও পালন করে ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশন। এরমধ্যে অন্যতম হলো দু’জন দুঃস্থ ও মেধাবী ছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান।ওইদুজন মেধাবী ছাত্রী হলো সুমিত্রা পোদ্দার এবং রিতু সূত্রধর। সুমিত্রা এবছর ভুগোল অনার্স নিয়ে শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক হয়েছে। তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রস্তুতি শুরু করেছে। অপরদিকে রিতু সূত্রধর এবছর শিলিগুড়ি কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছে। অন্য ধ্রুপদ সোসাল অর্গানাইজেশন থেকে সমাজসেবী সোমা সান্যাল চক্রবর্তী এই ধরনের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিভিন্ন সময় প্রয়াস নেন।
