শিলিগুড়িতে শুরু ৪৩তম উত্তরবঙ্গ বইমেলা— বইপ্রেমীদের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ

নিজস্ব প্রতিবেদন:
শীতের আমেজে শিলিগুড়িতে শুরু হয়েছে মেলা মরসুম, আর সেই ধারাবাহিকতায় শহরে বইপ্রেমীদের জন্য খুলে গেল ৪৩তম উত্তরবঙ্গ বইমেলা–২০২৫। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মেলা প্রাঙ্গণে, শিলিগুড়ির বিধান রোডে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র। তাঁর হাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

বইমেলার দরজা খুলতেই বইপ্রেমীদের উৎসাহে জমে ওঠে পরিবেশ। বিভিন্ন প্রকাশনা সংস্থা, বুক সেলার এবং সাহিত্যপ্রেমীদের পদচারণায় মেলার চত্বর হয়ে উঠেছে প্রাণবন্ত। নতুন বই, পুরনো বই, সাহিত্য আলোচনা—সব মিলিয়ে বইমেলা রূপ নিয়েছে শীতের এক সাংস্কৃতিক উৎসবে।