
নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্যে শুরু হয়েছে করোনার নানা বিধি নিষেধ।পাশাপাশি করোনা সংক্রমন রুখতে মাস্ক বিহীনদের উপর কড়া ব্যবস্থা গ্রহনের নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন।সেই নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার পুলিশ অভিযান চালিয়ে গেটবাজার থেকে ছয় জনকে গ্রেপ্তার করলো। মাস্ক না পড়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।পুলিশের এই অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
