
নিজস্ব প্রতিবেদন ঃ করোণা বিধি-নিষেধের কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি হয়ে উঠেছে সমাজবিরোধীদের আখড়া। প্রকাশ্য দিবালোকে স্কুল ঘরের ভিতরে রমরমিয়ে চলছে মদ ও জুয়ার আসর।শুক্রবার আচমকাই এন, জে পি সংলগ্ন এলাকায় একটি সরকারি স্কুলে হানা দেয় এন,জে ,পি থানার পুলিশ।স্কুলের ভিতরে নেশায় আসক্ত দুই সমাজবিরোধীকে আটক করে পুলিশ।বেশকয়েকজন পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়।
