
নিজস্ব প্রতিবেদন ঃ ভালো মানবিক মানুষ প্রচুর আছে সমাজে।এখনো বহু যুবক আছেন যারা সারাদিন অন্যের কিভাবে সেবা করা যায় এমন চিন্তা করেন।২৪ বছরের দীপায়ন মোদক এমনই একজন।শুক্রবার বামনহাট থেকে স্কুটি চালিয়ে কোচবিহারে মুমূর্ষু একজন বয়স্ক ব্যক্তিকে রক্ত দিতে এগিয়ে আসেন দীপায়ন।ওই বয়স্ক ব্যক্তির নাম রমনীমোহন রায়,বয়স ৭২। ও পজিটিভ রক্তের দরকার ছিলো।রমনীমোহন রায়ের মেয়ে ঝুমা রায়ের হাতে রক্ত তুলে দেন দীপায়ন।কোচবিহার হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ মানুষ। চব্বিশ বছর বয়সে এখন পর্যন্ত পাঁচ বার রক্ত দিয়েছেন ছাত্র দীপায়ন মোদক। তাঁর কথায়,আর্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁর ভালো লাগে।এদিন ওই বৃদ্ধের জন্য রক্তের প্রয়োজন হলে কোথাও তা পাওয়া যাচ্ছিল না।খবর পেয়েই বামনহাট থেকে কোচবিহারে স্কুটি চালিয়ে একজন মুমূর্ষু মানুষের প্রান বাঁচাতে ছুটে আসেন দীপায়ন। এদিন এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওয়েস্টবেঙ্গল সোর্স মাইন্ড এবং আস্থা ফাউন্ডেশন
