
নিজস্ব প্রতিবেদনঃ রাজগঞ্জ পশ্চিম মন্ডলের ডাবগ্রাম টু অঞ্চলে অবস্থিত দক্ষিণ শান্তিনগর হিন্দী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গ্রাজুয়েশন সেরিমনি। শুক্রবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম টু অঞ্চলের প্রধান সুধা সিংহ ভট্টাচার্য্য, পঞ্চায়েত সদস্য রামুদয় শর্মা, দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন সরকার, শিক্ষক সংগঠনের সভাপতি বাপী চন্দ, জুনিয়র হাইস্কুলের ইনচার্জ সুধা দেবী, শিক্ষা বন্ধু বুলবুল দেবী সহ আরো অনেকে। অতিথিগণ নবাগত শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। শিক্ষক বাপী চন্দ অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অঞ্চল প্রধান সুধা সিংহ ভট্টাচার্য্য সরকার প্রদত্ত একাধিক শিক্ষামূলক প্রকল্পের ওপর আলোকপাত করেন। দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন সরকার বলেন, কোন শিশুই বিদ্যালয় আঙ্গিনার বাইরে থাকবে না। তিনি বলেন, শিশুরা দিনের বেশিরভাগ সময় মা- বাবার কাছে থাকে ; তাঁরা যদি আরও একটু বেশি যত্নবান হন, শিশুদের ভবিষ্যত মসৃণ হতে বাধ্য। অতঃপর বিদ্যালয়ের টি আই সি গনেশ কুমার আগত সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
