জাতীয় টেবিল টেনিসে সোনারুপো জিতে বাংলার মুখ উজ্জ্বল করলো শিলিগুড়ির বিশেষ চাহিদাসম্পন্নরা

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ গত ২৭ থেকে ৩১ শে জানুয়ারি চেন্নাইয়ে ২৩তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষচাহিদাসম্পন্নদের নিয়ে অনুষ্ঠিত সেই টেবিল টেনিস প্রতিযোগিতায় শিলিগুড়ির বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান ছেলেমেয়েরা সোনারূপোব্রোঞ্জ জিতে এ রাজ্যের মুখ উজ্জ্বল করল। সেই সঙ্গে শিলিগুড়ির সুনাম বাড়ালো। এই বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েরা হল সুরভি ঘোষ,পলি সাহা, প্রিয়ম চক্রবর্তী, সরণ দাস, শুভেচ্ছা রায়। সুরভি জিতেছে তিনটি সোনা এবং একটি রুপো। পলি জিতেছে দুটি সোনা। প্রিয়ম জিতেছে দুটি সোনা। সরন নিয়ে এসেছে একটি সোনা। আর শুভেচ্ছা নিয়ে এসেছে একটি ব্রোঞ্জ। প্রচন্ড প্রতিবন্ধকতার মধ্যে লড়াই চালিয়ে ওরা জাতীয় টেবিল টেনিসে বাংলার মুখ উজ্জ্বল করেছে। বৃহস্পতিবার শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটে সিলকো প্লেয়ার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্বর্ধনা জানায় ওদেরকে।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রখ্যাত টেবিল টেনিস প্রশিখক ভারতী ঘোষ। তাছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর নান্টু পাল ও মঞ্জুশ্রী পাল, শিলিগুড়ি লিগ্যাল এইড ফোরমের সম্পাদক অমিত সরকার। এর মূল আয়োজক ছিলেন শিলিগুড়ির ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব খোকন ভট্টাচার্য। খোকনবাবু জানিয়েছেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এই ছেলেমেয়েরা যেভাবে জাতীয় টেবিল টেনিসে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে সেই কারণে তাদেরকে বঙ্গশ্রী পুরস্কার এবং অন্যান্য সুবিধা দেওয়া উচিত। ওদের জন্য একটি করে চাকরি দেওয়া দরকার বলেও দাবি করেছেন তিনি।