গুলমা চা বাগানের শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার

নিজস্ব প্রতিবেদনঃসোমবার শিলিগুড়ি মহকুমার রানিডাঙার বাসিন্দা পিয়ালী ও শ্যামল ব্যানার্জী তাদের একমাত্র কন্যা বৈদিকার অন্নপ্রাশন উপলক্ষে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির সাথে মিলিত হয়ে ফিড আন্ড কর্মসূচির অঙ্গ হিসেবে গুলমা চা-বাগানের নিজবাসা গ্রামের শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন। পিয়ালী ব্যানার্জির পরিবারের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচিতে সরাসরি অংশ নেন। বিভিন্ন বয়সের মোট ১৫০ জন শিশু এই কর্মসূচিতে যুক্ত রয়েছে। অপুষ্টি দূরীকরণের এই ধরনের ছোটো ছোটো উদ্যোগে সকলে মিলে সামিল হলে অনেক কম খরচে পুষ্টির মান উন্নত করা সম্ভব বলে দাবী করেছেন মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। বিস্তারিত জানতে ফোন করুন 917470194974 / +919474316201 /+919832348733