নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ অভিনেত্রী ও নির্দেশক কনকনা চক্রবর্তীর শর্ট ফিল্ম অনুরুপ ছবিতে কদিন আগে শ্যুটিং করতে শিলিগুড়ি আসেন ফেলুদা হিসাবে খ্যাত বিশিষ্ট অভিনেতা সব্যসাচি চক্রবর্তী। তার সঙ্গে তার স্ত্রী মিঠু চক্রবর্তীও আসেন। আর শ্যুটিং পর্ব শেষ করেই প্লাস্টিক ক্যারিব্যাগের দূষনের বিরুদ্ধে প্রচারে নামলেন পরিবেশবিদ এই অভিনেতা। শিলিগুড়িতে স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিকের পরিবেশপ্রেমীরা কিছুদিন ধরেই পরিবেশ সচেতনতার ওপর নানান কাজ করে চলেছেন। আর এই সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন অভিনেতা সব্যসাচি চক্রবর্তী। সংস্থার সভাপতি পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী। সম্পাদক সন্তু দত্ত। রবিবার তারা প্লাস্টিক ক্যারিব্যাগের দূষনের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করলে সেখানে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফেলুদা হিসাবে খ্যাত অভিনেতা সব্যসাচি চক্রবর্তী।
শিলিগুড়ির মন্দিরগুলোতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে বিভিন্ন মন্দির কমিটির কাছে আবেদন করেছিল অপটোপিক। সংস্থার সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী বলেন, সেভকের সেভকেশ্বরী কালি বাড়িতে প্লাস্টিকের ব্যবহার নিয়ে তারা উদ্বেগে ছিলেন। সেখানে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার থেকে পাহাড় ও তিস্তা নদী দূষিত হয়ে উঠেছিল। তারা মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সাড়া পেয়েছেন। ওই মন্দিরের তরফে অচিন্তন বর্ধন এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বলেন,তারা মন্দিরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করে দিয়েছেন। মন্দিরের নীচে যেসব স্টল থেকে পুজোর সামগ্রী বিক্রি করা হয় সেখানে প্লাস্টিক ক্যারিব্যাগের পরিবর্তেে দূষন বান্ধব কাপড়ের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে। শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ির সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, তারা ইতিমধ্যে মন্দিরে মাটির হাড়ি ব্যবহার করছেন। আগামীতে তাদের মন্দিরেও যাতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না হয় সেজন্য ব্যবস্থা নিতে চলেছেন।শিলিগুড়ি বিধান মার্কেটের মা ভবানি কালিমন্দির কর্তৃপক্ষও প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে এই প্রয়াসকে স্বাগত জানায়। পরিবেশবিদ এবং পুলিশ অফিসার অচিন্ত্য গুপ্তও এই প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন,তিনি নিজে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করছেন না। এদিন অপটোপিকের তরফে জানানো হয়, আগামী মাসের ১৪ ও ১৫ তারিখ শিলিগুড়ি রামকিঙ্কর হলে প্রকৃতি ও বন্যপ্রাণীর ওপর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হবে। সেখানে দর্শকদের বিচারে সেরা ছবি পুরস্কৃতও হবে।তাছাড়া উত্তরবঙ্গের যেসব বনবস্তির বাসিন্দা বন ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করছে তাদের সংবর্ধনা দেওয়া হবে সেই অনুষ্ঠানে। প্রসঙ্গত এদিনের সাংবাদিক বৈঠকের পর খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া প্লাস্টিক ক্যারিব্যাগের দূষনের ওপর গানটি শুনে তার তারিফ করেন পরিবেশবিদ ও অভিনেতা সব্যসাচি চক্রবর্তী।