
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরের মুড়ে দেওয়া হল। ২৬০ টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগানো হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলরুমে বসেই দেখা যাবে কোথায় কি হচ্ছে । বুধবার বিকেলে এই সব সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ওম প্রকাশ মিশ্র। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরাসহ ক্যামেরা সার্ভেলেন্স রুমেরও উদ্বোধন করা হয়। এর আগেও বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও তার সংখ্যা ছিল অনেকটাই কম। সেই সব ক্যামেরার মধ্যে বেশ কিছু ক্যামেরা অকেজো হয়ে পড়েছিল। এবার পুরো বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে মুড়ে দিতে নতুন অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগানো হল। এইসব ক্যামেরার মধ্যে দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের চত্বরকে নজরে রাখা যাবে বলে জানান উপাচার্য। ফলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হল বলে তিনি জানান।
