
- নিজস্ব প্রতিবেদন ঃ উৎসর্গ কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ি ভক্তিনগর থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। শনিবার অনুষ্ঠিত ওই শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।
রক্তের সংকট মেটাতে উৎসর্গ কর্মসূচির সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার ভক্তিনগর থানা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলের চতুর্বেদী, সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন । সেই শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন। একটি বেসরকারি সংগঠনের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—