দৃষ্টিহীন মেয়েদের নিয়ে জাতীয় ক্রিকেট

নিজস্ব প্রতিবেদন ঃ  শনিবার থেকে তিনটি রাজ‍্যকে নিয়ে দৃষ্টিহীন মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ।স্থানীয় মিলনপল্লী ক্রিকেট মাঠে ওই ক্রিকেটের উদ্বোধন করেন সভাপতি কাজল ঘোষ ।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী চন্দন সরকার ও রিন্টু দাস।। কাজলবাবু বলেন,দৃষ্টিহীন মেয়েদের নিয়ে জাতীয় স্তরের এই ক্রিকেট টুর্নামেন্ট বিধান নগরে আয়োজন করাতে পেরে বেশ ভালোই অনুভূতি হচ্ছে । বিধান নগরের মুরালীগঞ্জ স্কুলের মাঠে এই খেলা হচ্ছে। ফাইনাল খেলাও হবে মুরালিগঞ্জ মাঠেই ।। মোট তিনটে রাজ‍্য এতে অংশ নিয়েছে। শনি প্রথম ম‍্যাচে মুখোমুখি হয় আসাম ও বাংলা ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —