
নিজস্ব প্রতিবেদন ঃ মাছের মাথা দিয়ে খিচুড়ি তৈরি করে পথ কুকুরদের খাওয়ালো একদল যুবক। করোনা মহামারী ও বিধি নিষেধের জেরে মানুষের অবস্থাতো অবশ্যই দুর্বিষহ, কিন্তু মানুষের উপর নির্ভর যেসব পশুপাখিরা রয়েছে যেমন পথ কুকুর, কাক, ইত্যাদি, এই নির্বাক পশুপাখিদের অবস্থা আরো খারাপ, কারণ বহুদিন বন্ধ রয়েছে রাস্তার পাশের খাবারের দোকান পাট গুলো, দু-একটা খোলা থাকলেও আগের মতন বিক্রি-বাট্টা নেই। মুখ শুকিয়ে সারা দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে এইসব পশুপাখিরা। করোনাভাইরাসে অথবা অপুষ্টিতে মানুষের মৃত্যুর হিসেব তো মিলবে কিন্তু এই ধরনের অসহায় পশু পাখিদের অনাহারে মৃত্যুর হিসেব কেও দিতে পারবে না। সেইসব পশুপাখিদের শুকনো মুখ গুলো দেখে আলিপুরদুয়ারের শিলবারিহাট এর একদল যুবক যারা সকলে স্কুল পড়ুয়া, নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই উদ্যোগ নিয়েছে, কোনো রকম আর্থিক সাহায্য কারও কাছ থেকে নেয় নি। তাদের জন্য মাছের মাথা দিয়ে খিচুড়ির আয়োজন করলো সোমবার । পশুপাখিরা তো খুবই আনন্দ করে ভুরিভোজ করলো। আর এলাকার মানুষ দামাল ছেলেদের কর্মকান্ড দেখে দুচোখ ভরে তৃপ্তি উপলব্ধি করলো।
