ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারকে সংবর্ধনা পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আক্রান্তদের বিনা ভাড়ায় দিনের পর দিন নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে দেওয়ায় এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে সংবর্ধিত হলেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা শনিবার মুনমুনদেবীর হাতে শংসাপত্র, মেডেল প্রভৃতি তুলে দিয়েছেন। বিগত দেড় বছর ধরেই করোনা আক্রান্তদের সেবা দিয়ে চলেছেন মুনমুনদেবী। যেসব করোনা আক্রান্তকে মানুষ অচ্ছুৎ মনে করে দূরে ঠেলে দিয়েছেন সেই সব করোনা আক্রান্তকে নিজের টোটোতে বিনা ভাড়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিয়ে চলেছেন মুনমুনদেবী। শুধু তাই নয় করোনা আক্রান্তদের বাড়িঘরও তিনি স্যানিটাইজ করে দিচ্ছেন বিনা পয়সায়। একজন মহিলা হয়েও যেভাবে নির্ভীকতার সঙ্গে তিনি এই সেবামূলক কাজ করে চলেছেন তার জন্য তাঁর প্রশংসা করছে বিভিন্ন মহল।শনিবার খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা মুনমুনদেবীর কাজকে উৎসাহিত করলেন।