মহানন্দা বাঁচানোর প্রয়াস অব্যাহত

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহানন্দা নদীর দূষণ ঠেকাতে বহু দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবেশবিদ ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা। এই বিষয়টি নিয়েই গত ২০২১ সালের জুলাই মাসে গ্রীন ট্রাইবুনালে মামলা দায়ের করেন জ্যোৎস্নাদেবী। সেই মামলায় তিনি উল্লেখ করেন, মহানন্দা নদীর দু’ধারে খাটালের সঙ্গে অবৈধ দখলদারেরা বসে রয়েছে। মহানন্দার জল দূষিত। মহানন্দার আশপাশের বৃক্ষরোপন এবং বায়োডাইভারসিটি পার্ক তৈরিরও আবেদন জানান জ্যোৎস্নাদেবী।গ্রীন ট্রাইবুনাল সেই সব আবেদনের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয় প্রশাসনকে।তারপর শুনানীর বিভিন্ন তারিখে বিভিন্ন সরকারি দপ্তরকে নদী ভালো রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয় গ্রীন ট্রাইবুনাল। কিন্তু অভিযোগ, আজও কার্যত গ্রীন ট্রাইবুনালের নির্দেশিকা কার্যকর হয়নি।তাই আগামী ১০ অক্টোবর পরবর্তী শুনানির আগে সংশ্লিষ্ট মহলকে তাঁরা চিঠি পাঠাবেন নির্দেশকাগুলো কার্যকর করার জন্য, তাতেও কাজ না হলে ১০ অক্টোবর গ্রীন ট্রাইবুনালকে তাঁরা আবারও সব কিছু জানাবেন বলে শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে জানান জ্যোৎস্নাদেবীর পক্ষে আইনজীবী অমলেশ রায়। এদিনের সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহানন্দা বাঁচাও কমিটির সভাপতি নিধুভূষন দাস সহ অন্যরা।