পাওয়ার লিফটিংয়ে রাজ্য স্তরে সোনা জয়

নিজস্ব প্রতিবেদন ঃ গত ২৯-৩১ শে জুলাই কলকাতার হাওড়ায় অনুষ্ঠিত রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সেখানেই অংশগ্রহণ করে সোনা জিতেছে জলপাইগুড়ি জেলার কদমতলার তুর্য সাহা। সাব জুনিয়ার গ্রুপে ৫৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতে জেলার নাম উজ্জ্বল করলো সোনার ছেলে তুর্য সাহা।তার বাবা প্রকাশ সাহা ও মা স্মৃতি সাহা পেশায় দু’জনই আইনজীবী। তূর্য জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পড়াশুনার পাশাপাশি প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা শরীর চর্চা করে সে। আগামীতে ন্যাশনাল গেমসের জন্য সে নির্বাচিত হয়েছে। তার জন্য প্রস্তুতিও শুরু করেছে। তূর্য এর এই জয়ে খুশি তার প্রশিক্ষক পাভেল নন্দী সহ অন্যান্যরা।