
নিজস্ব প্রতিবেদন ঃ বর্ষাকাল চলছে। এইসময় ডেঙ্গি মশার আর্বিভাব ঘটে।তাই জল জমিয়ে না রাখার পরামর্শ দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গতবছর শিলিগুড়ি শহরে প্রচুর মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়।এবারে তাই আগেভাগেই সতর্ক পুরসভা।
ডেঙ্গি ঠেকাতে শনিবার শিলিগুড়ি শহরে আরও চারটে আবর্জনা পরিষ্কার করার ভ্যান চালু করলো শিলিগুড়ি পুরসভা।সবুজ পতাকা দেখিয়ে এদিন সেই গাড়িগুলির উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।
গতবছরের মতো এবারেও ডেঙ্গি যাতে ভয়াবহ রুপ ধারণ না করতে পারে সেকারণেই মূলত প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি পুরসভা। এরজন্য ফগিং,ব্লিচিং ছড়ানো ও দুয়ারে দুয়ারে সমীক্ষার কাজ শুরু হয়েছে।জঞ্জাল পরিষ্কার করার জন্য পৃথকভাবে পুর কর্মীও নিয়োগ করা হয়েছে।এবারে আবর্জনা পরিষ্কারের জন্য শহরে নামানো হল আরও চারটে ভ্যান।
শনিবার সবুজ পতাকা দেখিয়ে এই কাজের সূচনা করেন মেয়র গৌতম দেব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ সদস্য মানিক দে সহ অন্যান্য পুর আধিকারিকরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–
