
নিজস্ব প্রতিবেদন ঃ হাতিটির শুধু মাথা আছে।কিন্তু বাকি দেহ কোথায়?
আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তের আলিপুরদুয়ার জেলার সংকোশ নদী থেকে একটি পূর্ণ বয়ষ্ক হাতির মাথা উদ্ধার হলো । শুক্রবার বিকেলে পূর্ণ বয়ষ্ক শুধুমাত্র হাতির মাথা উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । বনকর্মীরাই নদী থেকে হাতির মাথাটি উদ্ধার করেন। কিন্তু হাতির মাথাটি শুধু সংকোশ নদীতে কোথা থেকে এল? দেহটি তবে গেলো কোথায়? এর পিছনে চোরা শিকারীদের কোনো কুমতলব নেই তো? এসব প্রশ্ন নিয়ে উত্তর খুঁজতে তদন্তে হাত দিয়েছে বন দপ্তর।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
