
নিজস্ব প্রতিবেদন ঃস্কুটিতে চেপেই তিনি অসুস্থ মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেন।কোচবিহার শহরে এরজন্য অনেকেই তাঁকে অক্সিজেন ম্যান বলেন।আবার মুমূর্ষু মানুষকে রক্তও দেন তিনি। অসহায় গরিব মানুষের পাশেও থাকেন তিনি। তাই শঙ্কর রায় নামে এই ব্যক্তি অনেকের কাছেই সত্যিকারের অক্সিজেন ম্যান।শঙ্করবাবুর সঙ্গে তাঁর কয়েকজন সঙ্গীও অসুস্থ মানুষকে অক্সিজেন পৌঁছে দেন। বিভিন্ন রোগীর পরিবারকে তিন মাস পরপর রক্ত দিয়ে থাকেন শঙ্করবাবু।
এখন পর্যন্ত শঙ্করবাবু ৬৩ বার রক্ত দিয়েছেন,তাঁর সঙ্গী বিপ্লব দাস ২৩ বার এবং পিংকু সোম ১৫ বার রক্ত দিয়েছেন।রক্তের সঙ্গে অক্সিজেন সরবরাহ করে তাঁরা হয়ে উঠেছেন কোচবিহারের অক্সিজেন ম্যান।
