
শিল্পী পালিত ঃ পুজো আসছে। আর সেদিকে তাকিয়ে শিলিগুড়ি শক্তি গড়ের বানী সিংহ রায় পাঠিয়েছেন এই কবিতা, ঢাকের কাঠি। চলুন শোনা যাক —

আমার জন্ম ডুয়ার্সের পাহাড়ঘেরা ছোট্ট গ্রাম ওদলাবাড়ীতে। তবে প্রায় ত্রিশ বছর হলো শিলিগুড়িতে। ছোট বেলায় বাবার মুখে মেঘনাদ বধ কাব্য শুনে কবিতাকে ভালোবাসা। সেই বন্ধন আজও অটুট।প্রথম কবিতা লেখা স্কুল ম্যাগাজিনে। কবিতা লিখতে ভালো লাগে তবে গুনী জনের লেখা আমাকে সমৃদ্ধ করে। প্রান্তভাষী কবিতা আমাকে ভাবায় আঞ্চলিক কবিতায় আমি মাটির টান অনুভব করি। আমার সুখ দুঃখের দোষর কবিতা। মেয়ে বেলায় মঞ্চে অভিনয় করতাম। পঁচিশ বছর পর আবার সেই মঞ্চ ফিরে পেয়ে আমার আমিকে খুঁজে পেয়েছি। তৈরী করেছি রান্নার একটা YouTube channel- Bani’s Kitchen. অনেক ইচ্ছে কবিতার পাঠশালা তৈরী করার। আমি আশাবাদী। মরন যত দিন আমায় রেয়াদ করে যাবে ততদিন কবিতা তোমায় আমি ভালোবাসবো।
– বানী সিংহ রায়
#ঢাকের_কাঠিশিল্পী পালিত ঃ পুজো আসছে। আর সেদিকে তাকিয়ে শিলিগুড়ি শক্তি গড়ের বানী সিংহ রায় পাঠিয়েছেন এই কবিতা, ঢাকের কাঠি।…
Posted by Khabarer Ghanta on Wednesday, October 7, 2020