
নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ৭ অক্টোবরঃ বন্ধ চা বাগানেও বোনাস পেয়ে খুবই খুশি শ্রমিকরা । মাদারীহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত বীরপাড়া চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ। এই বাগানের আউট ডিভিশন জটেশ্বর ডিভিশনে বাগান বন্ধ হবার পর শ্রমিকরা কমিটি গড়ে কাঁচা পাতা তোলা বা সংগ্ৰহ করে এবং তাতে শ্রমিকদের দৈনিক হাজিরা দেবার পর সঞ্চিত অর্থ জমিয়ে এদিন বীরপাড়া আউট ডিভিশনে শ্রমিকদের বোনাস প্রদান করা হল । চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় পাড়ি জমাতে শুরু করেছিল । বাগানের শ্রমিকরা আবার যাতে চা বাগানেই কাজ করতে পারে সেই চিন্তা ভাবনা করে জটেশ্বর আউট ডিভিশনের শ্রমিকরা একটি কমিটি গঠনের মাধ্যমে বাগান পরিচালনা করার দায়িত্ব নেন । এতে চা বাগানে চা গাছ লালন পালন করে বাগানকে আগের মত করে আবার কাঁচা পাতা সংগ্ৰহ করে উপার্জনের রাস্তা করে তোলেন । এবছর সেই পাঁচ মাসের কাজের ভিত্তিতে বোনাস পায় শ্রমিকরা ।

পূজোর আগে বোনাস পেয়ে বীরপাড়া চা বাগানের আউট জটেশ্বর ডিভিশনের চা শ্রমিকরা খুবই খুশি হয়েছেন । কমিটি সূত্রে জানা গেছে বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের রোজগার বন্ধ হয়ে গিয়েছিল একসময় । যার ফলে বাগানকে যাতে আগের মতো করে চালানো যায় সেই কথা ভেবে একটি কমিটি গঠন করে আবার শ্রমিকরাই চা বাগানের কাজে যোগ দেন। যে সমস্ত শ্রমিক যত দিন কাজ করেছেন সেই কাজের ভিত্তিতে বোনাস দেওয়া হয় ।