
নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়ি বেটিয়া শক্তি ফাউন্ডেশন এর তরফ থেকে শিলিগুড়ি শহর এলাকায় কর্মরত মহিলা এবং যুবতীদের সুরক্ষার জন্য পেপার স্প্রে প্রদান করা হল । রাতে বা একাকী যেসকল যুবতী ও মহিলা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন কিংবা বাড়ি থেকে কর্মক্ষেত্রে যান তাদেরকে দুষ্কৃতীর হাত থেকে নিস্তার পেতে ওই পেপার স্প্রে সুরক্ষার জন্য বিনামূল্যে দেওয়া হল শনিবার ।

এদিন এই পেপার স্প্রে পেযে বেজায় খুশি নীলিমা নার্জিনারী, আকাঙ্ক্ষা শর্মা এবং নেহা বাসফোর। তারা বলেছেন, রাতের শিলিগুড়িতে একাকী কোথাও যেতে ভয় লাগতো এখন পেপার স্প্রে পেয়ে ভাল লাগছে । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাপন দাস ,ডাক্তার পুনম সুব্বা এবং অন্যান্য অতিথিবৃন্দ । বেটিয়া শক্তি ফাউন্ডেশন এর সভাপতি ও সম্পাদিকা বিন্দু শর্মা ও দিপিকা বিন্দে ও সরস্বতী বনিক জানান, ভালো লাগছে কর্মরত মহিলাদের সাহায্য করতে পেরে। প্রায় পঞ্চাশ জন মহিলাকে এদিন দেওয়া হয়েছে পেপার স্প্রে ।
[