
নিজস্ব প্রতিবেদন ঃরবিবার শিলিগুড়ি অন্যতম বৃহত্তম বাজার বিধান মার্কেটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এই মার্কেট এসজেডিএর আওতায় রয়েছে। ফলে এদিন ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যান পুরো মার্কেট চত্বর পরিদর্শন করেন ।এখন শহরে ডেঙ্গু পরিস্থিতি চলছে। তাই তিনি কোথাও আবর্জনা বা জল জমে রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের চেয়ারম্যান বলেন, এই মার্কেটে নিকাশীর কিছু সমস্যা রয়েছে। সেই সব সমস্যা সমাধান করার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরাই। কিছু ব্যবসায়ী ড্রেনের ওপরেই দোকান তৈরি করছেন আর তারা দোকান সরাতে নারাজ। আবার রাস্তা দখল করেও দোকান করছেন অনেকেই। ব্যবসায়ী সমিতির সহযোগিতা নিয়ে এই সব দোকানদারদের সঙ্গে কথা বলে এই বাজারের জন্য নতুন রূপরেখা তৈরি করা হবে বলে তিনি জানান । এদিন শুধুমাত্র ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কোথাও জল জমে রয়েছে কিনা তা পরিদর্শন করাই ছিল তাঁর মূল লক্ষ্য। তবে দীর্ঘদিন ধরেই এই মার্কেটকে নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে এসজেডিএ । সেই অনুযায়ী কাজ করা হবে বলেও তিনি জানান। তিনি আরো জানান কেবলমাত্র বিধান মার্কেটই নয় যে সমস্ত এলাকা এসজেডিএর অধীনে রয়েছে সে সমস্ত এলাকা সৌরভবাবু নিজে পরিদর্শনে যাবেন।
