ডেঙ্গু সচেতনতায় অন্তরা

নিজস্ব প্রতিবেদন ঃ ছবি আঁকতে ভালোবাসে স্কুল ছাত্রী অন্তরা বসাক।কিন্তু মাঝখানে অসুস্থতার জেরে ও দৃষ্টিশক্তি একেবারে খুইয়ে বসে।দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের সমাজসেবী কমলেশ গুহের প্রচেষ্টায় দৃষ্টি শক্তি ফিরেছে অন্তরার।শিলিগুড়ি শান্তি নগরে বাড়ি এই স্কুল পড়ুয়ার।ওর মা পরিচারিকা। নানান সমস্যার সঙ্গে লড়াই করে এই শিশু ছবি আঁকে। অন্ধ হয়ে যাওয়া এই শিশু কন্যা নতুন করে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ায় আবারও ছবি আঁকছে। এবার ডেঙ্গু সচেতনতার বার্তা দিতে অন্তরা খবরের ঘন্টায় একে পাঠালো ছবি।