
নিজস্ব প্রতিবেদন ঃকরোনার ভয়াবহ অবস্থার মধ্যে নিজের জীবনের কথা না ভেবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। নিজের টোটোতে করোনা আক্রান্তদের চাপিয়ে বিনা ভাড়ায় তিনি দিনের পর দিন পৌঁছে দেন মেডিকেল, শিলিগুড়ি হাসপাতাল বা নার্সিং হোমে। সেই মুনমুন সরকার এবার ডেঙ্গুর বিরুদ্ধে প্রচারে নামলেন নিজের উদ্যোগে। রবিবার ডেঙ্গু সচেতনতার বিভিন্ন পোস্টার নিজের টোটোতে সেঁটে দেন মুনমুনদেবী। এরপর নিজে মশার বিরুদ্ধে ফগিং মেশিন নিয়ে কাজে নেমে পড়েন। বিভিন্ন ওয়ার্ডে তিনি মশার বিরুদ্ধে তেল স্প্রে করেন।এইসব কাজ করতে করতে তিনি পৌঁছে যান পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের সর্বপল্লী এলাকায়। সেখানে একটি খাটালের সামনেও তাঁকে ফগিং করতে দেখা যায়। ওই এলাকার কিছু বাসিন্দা কিছু দিন আগে মোবাইল টাওয়ার পরিবেশের ক্ষতি করছে বলে আন্দোলনে নেমে নিজেদের বড় পরিবেশপ্রেমী প্রমাণ করতে উঠেপড়ে নামেন কিন্তু এখন যখন ডেঙ্গু ছড়িয়ে পড়ছে এবং খাটাল,মশা এবং পচা জল পরিবেশের মারনঘাতী সমস্যা তৈরি করছে তখন সেই সব পরিবেশপ্রেমীরা নাকে তেল দিয়ে কেন ঘুমিয়ে রয়েছেন সে প্রশ্নও এখন দেখা দিয়েছে। এদিন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার সেদিক থেকে অন্যরকম এক নজির তৈরি করেন।
