শিলিগুড়ির ব্যস্ততম যান্ত্রিকতার বিধান মার্কেটে বহু পরিযায়ী ময়না

নিজস্ব প্রতিবেদন ঃব্যস্ত শহর শিলিগুড়ি। ব্যস্ত এলাকা বিধান মার্কেট।শহরে নগরায়নের জেরে নেই সেই পুরনো গাছ।ফলে শহরের মধ্যে পরিযায়ী পাখির দেখা যায় না। কিন্তু এবারে অবাক করার মতো ঘটনা। শহরের ব্যস্ততম বিধান মার্কেটের কেন্দ্র স্থলে আশ্রয় নিয়েছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি। বিধান মার্কেটের কেন্দ্র স্থলে রয়েছে একটি বড় পাকুড় গাছ।সেই গাছেই এখন বহু পরিযায়ী ময়নার আশ্রয়। মার্কেটের মধ্যে মানুষের কোলাহল,আর সেখান থেকে ওপরে গাছ থেকে ভেসে আসছে ময়নার মিষ্টি ডাক সঙ্গে অন্য পাখিদের আশ্রয়, কিচিরমিচির। মার্কেটে কেনাকাটা করতে আসা লোকজনও তা বেশ উপভোগ করছেন।রবিবার দুপুরে এমন ছবি ক্যামপরাবন্দি হলো বিধান মার্কেটের সেই পাকুড় গাছ থেকে।বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় থেকে অন্যরা পাখিদের এই আশ্রয়কে বেশ ভালোভাবেই নিচ্ছেন। বিধান মার্কেটে আসা ক্রেতা পর্যটকদের কাছেও তা বেশ মজার। তাঁরা বলছেন, নগরায়ন উন্নয়নের সঙ্গে মানুষ সবুজায়নের দিকে নজর দিলে আমরা আবার এরকম পরিযায়ীদের আশ্রয় দেখতো পাবো শহরে যা পরিবেশের জন্য ভালো বার্তাই বহন করবে