ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে চলেছেন সোমা

শিল্পী পালিতঃ আজ আমাদের ওয়েবপোর্টাল নিউজের আত্মকথায় শিলিগুড়ি হায়দরপাড়া দুর্গা দাস ব্যানার্জী রোডের সোমা কুন্ডুর কথা মেলে ধরা হলো—

আমি সোমা। খুবই সাধারণ একটি মেয়ে। নিজেকে নিয়ে বলার মত কিছুই নেই আমার কাছে। মাঝে মাঝে নিজের খেয়াল খুশি মত কিছু করে থাকি। আর সেগুলো যে কেউ খেয়াল করে আমায় কিছু বলতে বলবে তা কখোনো ভাবিনি । অনেক ধন্যবাদ বন্ধু শিল্পীকে আমার এই কাজকে তুলে ধরার জন্য । ছোট বেলা থেকেই ক্রাফ্ট এর প্রতি একটা উৎসাহ এমনি ছিল। তখন তো বাচ্চাদের কাছে খুব বেশী অপশন ছিল না তাই দুপুর বেলা যখন মা ঘরে আটকে রাখত তখন টিভিতে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে ঘর সাজানোর বা কাজের জিনিষ বানাতে হয় সেগুলো দেখে দেখে বানাতাম। আমার ঠাকুরমা ব্যাপারটায় বেশ উৎসাহ দিত আবার বাড়িতে কেউ এলে তার কাছে বলতেন। তাতেই হয়ত উৎসাহটা বেড়ে গেছিল। পরে কলেজে পড়াকালীন শ্রীমতি কনিকা ঘোষ এর কাছে প্রশিক্ষণ নিই। তারপর বিয়ের এতবছর পর এখন বিশেষ সময় পাই না । তবুও মাঝে মাঝে বসে পড়ি তখন আর সময়ের খেয়াল থাকেনা যেন পুরোনো আমিটাকে খুজে পাই । এই লকডাউনে করা কিছু কাজের ছবি দিলাম।

Soma kundu…durga das banerjee road ….Haider para