
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তথা নর্থ ইস্টার্ন লেবার ইনস্টিটিউটের চেয়ারম্যান অলোক চক্রবর্তীর উদ্যোগে মঙ্গলবার থেকে শিলিগুড়ি হিমাচল কলোনির শ্রমিক ভবনে শুরু হয়েছে বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির। মাত্র একশ টাকার বিনিময়ে নিজের নাম নথিভুক্ত করিয়ে শরীরের সমস্ত পরীক্ষা সেখানে করা সম্ভব হচ্ছে উন্নত যন্ত্রপাতির সাহায্যে। ১০ ডিসেম্বর পর্যন্ত এই শিবির চলার পর দুদিন বন্ধ থাকবে। তারপর আবার ১৩ ডিসেম্বর থেকে তা শুরু হবে এবং তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রিয়েলিটি ফাউন্ডেশন ফর এডুকেশন ডেভেলপমেন্ট এর সহযোগিতায় শুরু হওয়া এই শিবির ঘিরে মঙ্গলবার থেকেই উৎসাহ দেখা যায় বহু মানুষের মধ্যে। নর্থ ইস্টার্ন লেবার ইনস্টিটিউটের চেয়ারম্যান তথা বিশিষ্ট শ্রমিক নেতা অলোক চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের এই প্রয়াস। বহু মানুষ এর মাধ্যমে উপকৃত হচ্ছেন।
