নিজস্ব প্রতিবেদন:
বর্তমান সমাজে মদ্যপান ও বিভিন্ন নেশাদ্রব্যের প্রতি আকর্ষণ ভয়াবহ আকার নিয়েছে। বেকারত্ব, উচ্চশিক্ষা গ্রহণের পরও কর্মসংস্থানের অভাব, প্রেমভঙ্গ, পারিবারিক অশান্তি—এসব নানা কারণে বহু তরুণ-তরুণী নেশার জালে জড়িয়ে পড়ছে। শুধু নেশায় আসক্ত হওয়াই নয়, অনেকেই এর ফলে ছোট-বড় নানা অপরাধের সঙ্গেও যুক্ত হয়ে পড়ছে।

এই প্রেক্ষাপটে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে গত পাঁচ মাস ধরে একটি মানবিক উদ্যোগ চলছে। নেশাগ্রস্তদের সমাজের মূলস্রোতে ফেরাতে প্রতি মাসে একটি করে বিশেষ ক্লাস ও অনুষ্ঠান আয়োজন করছে শিলিগুড়ি শালবাড়ির হিমালয়ান আশা কেন্দ্র। বন্দিদের মানসিক পুনর্বাসন ও ইতিবাচক দিক নির্দেশনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এর পাশাপাশি, সংশোধনাগারের ভেতরে বন্দিদের স্বনির্ভর করে তুলতে মাঝেমধ্যে হাতের কাজ ও বিভিন্ন পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছে সিস্টার অফ সেন্ট যোসেফ ক্লুনি এবং বাগডোগরা আত্মিক জীবন মিনিস্ট্রি। এই উদ্যোগ বন্দিদের নতুনভাবে জীবন গড়ার আত্মবিশ্বাস জোগাচ্ছে।
মানসিক শক্তি ও একাগ্রতা বাড়াতে এবং মনঃসংযোগ উন্নত করতে নিয়মিত মেডিটেশন সেশন পরিচালনা করছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। নিয়মিত ধ্যানচর্চার মাধ্যমে বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব ও আত্মনিয়ন্ত্রণ বাড়ছে বলে সংশোধনাগার সূত্রে জানা গেছে।
নেশার অন্ধকার গহ্বর থেকে মানুষকে ফিরিয়ে আনতে, নতুন জীবন গঠনের পথ দেখাতে এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা বয়ে আনছে।

