গীতা জয়ন্তীতে ‘শৌর্য জাগরণ যাত্রা’: বীর সেনা ও সমাজরক্ষকদের প্রতি সম্মান জানাল বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন:
গীতা জয়ন্তীর পবিত্র দিনকে সামনে রেখে এ বছর অনুষ্ঠিত হলো অনন্য উদ্যোগ—‘শৌর্য জাগরণ যাত্রা’। এই যাত্রার মূল উদ্দেশ্য দেশের সীমান্তে নিরন্তর দেশরক্ষার দায়িত্ব পালনকারী ভারতীয় সেনার সাহসী জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা ও সমাজকল্যাণে নিয়োজিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকদের মতে, জাতির সুরক্ষা, সমাজসেবা ও নৈতিক আদর্শ রক্ষায় যারা প্রতিনিয়ত নিজেদের উৎসর্গ করে চলেছেন—এই যাত্রা তাঁদের বীরত্ব, নিষ্ঠা ও ত্যাগকে স্মরণ করার প্রতীক।

‘শৌর্য জাগরণ যাত্রা’র লক্ষ্য দেশজুড়ে দেশপ্রেম, মানবিকতা ও সেবার চেতনাকে আরও বিস্তৃত করা। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ, ভক্তিভাব ও অংশগ্রহণের আনন্দ।